জৈব সারঃ বীজ বপনের ৭-১০ দিন পূর্বে মাটির সাথে মিশিয়ে দেয়া। পরিমাণমত এ সার দিলে তিন ভাগের ইউরিয়া সার কম লাগবে।
ইউরিয়াঃ ১ শতক জমিতে ৫.৫ কেজি সারের প্রয়োজন হয়। এতে করে প্রতি শতক জমিতে ২৬-৩০ কেজি যব উৎপাদন সম্ভব। সার দুই কিস্তিতে ৩০-৩৫ দিন পর এবং দ্বিতীয় কিস্তি ৫০-৬০ দিন পর (সেচের পর) প্রয়োগ করতে হবে। যব চাষের কার্যপ্রণালী শেষ হতে প্রায় ১৩০ দিন সময় লাগে। ফলনের শেষের দিকে সার প্রয়োগ করলে ফসলের ক্ষতি হতে পারে।
Comments
Post a Comment