জৈব সারঃ বীজ বপনের ৭-১০ দিন পূর্বে মাটির সাথে মিশিয়ে দেয়া। পরিমাণমত এ সার দিলে তিন ভাগের ইউরিয়া সার কম লাগবে।
ইউরিয়াঃ ১ শতক জমিতে ৩৫০ গ্রাম সারের প্রয়োজন হয়। এতে করে প্রতি শতক জমিতে ১.৫ মণ পাট উৎপাদন সম্ভব। ইউরিয়া সার পাট চাষের মাঝা-মাঝি সময় প্রয়োগ করতে হয়। পাট চাষের কার্যপ্রণালী শেষ হতে প্রায় ৯০ দিন সময় লাগে। এক্ষেত্রে ৪৫ দিনের মাথাই জমিতে সার প্রয়োগ করা উচিত। ফলনের শেষের দিকে সার প্রয়োগ করলে ফসলের ক্ষতি হতে পারে।
ইউরিয়াঃ ১ শতক জমিতে ৩৫০ গ্রাম সারের প্রয়োজন হয়। এতে করে প্রতি শতক জমিতে ১.৫ মণ পাট উৎপাদন সম্ভব। ইউরিয়া সার পাট চাষের মাঝা-মাঝি সময় প্রয়োগ করতে হয়। পাট চাষের কার্যপ্রণালী শেষ হতে প্রায় ৯০ দিন সময় লাগে। এক্ষেত্রে ৪৫ দিনের মাথাই জমিতে সার প্রয়োগ করা উচিত। ফলনের শেষের দিকে সার প্রয়োগ করলে ফসলের ক্ষতি হতে পারে।
Comments
Post a Comment